রশিদকে সামলাতেই ছয়ে খেলেছেন ইমরুল
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018 11:15 AM BdST Updated: 24 Sep 2018 12:21 PM BdST
বিসিবির অনুশীলন ম্যাচের দল থেকে এশিয়া কাপের স্কোয়াড। খুলনা থেকে ঢাকা; দুবাই হয়ে আবু ধাবি। যেভাবে উড়িয়ে আনা হয়েছিল ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে, আফগানিস্তানের বিপক্ষে অন্তত একজনের একাদশে থাকাটা বিস্ময়কর ছিল না। জায়গা পেলেন ইমরুল। কিন্তু বিস্ময় জাগাল তার ব্যাটিং পজিশন। ওপেনিংয়ে নয়, ছয় নম্বর। সেখানেই খেললেন দারুণ এক ইনিংস। জানা গেল, রশিদ খানকে সামলানোর ভাবনা মাথায় রেখেই ছিল ওই সিদ্ধান্ত।
আগের ম্যাচগুলোয় ওপেনারদের ব্যর্থতার কারণেই মূলত জরুরিভাবে ইমরুল ও সৌম্যকে স্কোয়াডে যোগ করেছে বিসিবি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা গেল ওপেনার সেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তই। আর মূলত যিনি ওপেনার, ওয়ানডে ক্যারিয়ারে আগে কখনোই খেলেননি তিনের নীচে, সেই ইমরুল ছয় নম্বরে!
সিদ্ধান্তটি জন্ম দিল প্রবল কৌতুহলের। ছয়ে নেমে ইমরুল খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। ৮৭ রানে ৫ উইকেট হারানো দলকে উদ্ধার করলেন মাহমুদউল্লাহর সঙ্গে ১২৮ রানের রেকর্ড জুটিতে। নিজে অপরাজিত ছিলেন ৭২ রানে।
ব্যাট হাতে সাফল্য তার ব্যাটিং পজিশন নিয়ে কৌতুহলের তীব্রতা বাড়িয়েছে আরও। দলের নানা সূত্র থেকে জানা গেছে সিদ্ধান্তের প্রেক্ষাপট।

এরপরও একাদশে ইমরুলের জায়গা দিয়ে ছয়ে খেলানোর ভাবনাটি এসেছে মূলত মাশরাফি বিন মুর্তজার মাথা থেকে। টিম ম্যানেজমেন্টের বাকিরা খুব একটা নিশ্চিত ছিলেন না চমকপ্রদ এই ভাবনার কার্যকারিতা নিয়ে। তবে অধিনায়কের যুক্তি ছিল, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেটে রশিদ খানকে অনেক খেলেছেন ইমরুল। যথেষ্ট অভিজ্ঞও তিনি। অভিজ্ঞতা দিয়েই রশিদের ধার কমানোর ভাবনা ছিল।
বাঁহাতিদের বিপক্ষে রশিদ তুলনামূলকভাবে একটু কম স্বস্তিতে বল করেন। সেটিও ছিল অধিনায়কের পরিকল্পনায়। অভিজ্ঞ ও বাঁহাতি, রশিদকে সামলাতে এই দুই ছিল মূল বিবেচ্য। সাধারণত রশিদকে যেহেতু পঞ্চম বা ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে আনা হয়, মাশরাফি তাই পাঁচে খেলানোর সিদ্ধান্ত নেন সাকিবকে, ছয়ে ইমরুল।
মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ একজনকে সাতে খেলানোর সিদ্ধান্ত তার জন্য একটু কঠিন ছিল বটে। তবে দল সূত্রে জানা গেছে, দলের কম্বিনেশনের স্বার্থে সেটি ইতিবাচকভাবেই মেনে নেন মাহমুদউল্লাহ।

পরিকল্পনা সব পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ হয়নি অবশ্যই। এক পর্যায়ে ব্যাটিংয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেই দুর্দশা ছিল মূলত থিতু হওয়ার পরও লিটনের বাজে শট আর সাকিব ও মুশফিকের রান আউটের কারণে। মূল যে রণপরিকল্পনা, রশিদ ও মুজিবকে খুব বেশি উইকেট না দেওয়া, সেখানে দল সফল অনেকটাই। দুজনই পেয়েছেন কেবল একটি করে উইকেট।
রশিদকে কোনো অস্বস্তি ছাড়াই খেলেছেন ইমরুল। গত জুনে দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজের পর এবার এশিয়া কাপে দুই দলের প্রথম লড়াইয়েও রশিদকে ঠিক ভাবে পড়তে পারছিলেন না মাহমুদউল্লাহ। তবে এই লেগ স্পিনারকে ইমরুলের সামলানো দেখে ও জুটি গড়ে ওঠায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন মাহমুদউল্লাহও। রশিদকেই মারেন দুটি ছক্কা।
পরিকল্পনা কাজে না লাগলে প্রবল সমালোচনার শঙ্কা ছিল। কিন্তু সিদ্ধান্তের পেছনে যুক্তিগুলোই ফুটিয়ে তুলছে ভাবনার ওজন। শেষ পর্যন্ত দলের জয়ের ভিত গড়ে দিয়েছে অধিনায়কের ওই সিদ্ধান্ত আর ক্রিকেট বোধের গভীরতা।
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস