চোট পেয়ে ফিরে গেলেন সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার।
Published : 15 Jan 2025, 06:58 PM
মাঠের ক্রিকেটে এমনিতেই সময় খুব ভালো কাটছে না সিলেট স্ট্রাইকার্সের। এর মধ্যে আরেকটি বড় ধাক্কা এলো তাদের জন্য। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাকিম কর্নওয়াল। বিপিএলের সিলেট পর্ব শেষে দেশে ফিরে গেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
কুঁচকিরে চোটের কারণে দলের সবশেষ ম্যাচটি খেলতে পারেননি কর্নওয়াল। সেই চোটই তাকে পুরোপুরি ঠেলে দিল বাইরে। সিলেট স্ট্রাইকার্সের ফিজিও জহুরুল হক জানিয়েছেন, সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে ৩১ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারের।
বাংলাদেশে আসার পর অসুস্থতার কারণে দলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি কর্নওয়াল। পরে টানা তিন ম্যাচ খেলে আবার বাইরে চলে যান। ওই তিন ম্যাচেই শেষ হয়ে গেল তার টুর্নামেন্ট।
বিদায়বেলায় সামাজিক মাধ্যমে ছোট্ট ভিডিওতে কর্নওয়াল বলেন, “বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সিলেটে।”
প্রথম ম্যাচে ব্যাট হাতে ১২ বলে ১৮ রান করার পর বোলিংয়ে একটি উইকেট নেন তিনি। পরের ম্যাচে আউট হন শূন্য রানে। সেদিন তিন উইকেট নিয়ে ভূমিকা রাখেন দলের জয়ে। পরের ম্যাচে আউট হন চার ম্যাচে, উইকেট পাননি একটিও। সব মিলিয়ে প্রথম বিপিএল অভিযান মনে রাখার মতো কিছু হলো না তার।
সিলেট স্ট্রাইকার্সে এবার ভালো মানের বিদেশি ক্রিকেটার এমনিতেই নেই তেমন একটা। কর্নওয়াল চলে যাওয়ায় আরেকটু শূন্যতা তৈরি হলো।
ছয় ম্যাচে দুই জয় নিয়ে আপাতত পয়েন্ট তালিকার পাঁচে আছে সিলেট। চট্টগাম পর্বে প্রথম খেলবে তারা দুর্বার রাজশাহীর বিপক্ষে শুক্রবার।