মারামারি ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ইডেনে সংগঠনের কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিল; বহিষ্কার করেছিল ১৬ জনকে।
Published : 19 Jun 2023, 05:35 PM
প্রায় এক বছর আগে মারামারির পর পাল্টাপাল্টি মামলা করলেও সমঝোতা করে তা থেকে অব্যাহতি পেলেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেতারা।
দুই পক্ষের ্আপসের পর পুলিশ দুটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। সোমবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ দুই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নেন।
এর মধ্য দিয়ে দুই মামলার ৩৩ আসামির সবাই অব্যাহতি পেলেন বলে জানিয়েছেন ইডেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি তামান্না জেসমিন রীভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার আইনজীবী সুলতা রোজারিও সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, মোট ৩৩ জনের নামে দুটি মামলা দায়ের করা হয়েছিল। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন।
“দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে গেছে। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোনো পক্ষই আদালতে নারাজি দাখিল করেননি। তাই আদালত পুলিশ প্রতিবেদন আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন,” বলেন সুলতা।
তিনি জানান, দুই মামলার আসামিরা এদিন আদালতে হাজির ছিলেন বলে জানান এই আইনজীবী।
এক মামলায় ১৪ আসামি ছিলেন- সভাপতি রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।
অন্য মামলার ১৯ আসামি হলেন- সহসভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার।
ছাত্রলীগ নেত্রীকে ‘মারধর’, মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ
ইডেনে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত ১০
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
ইডেনে ছাত্রলীগের কমিটি স্থগিত, ১০ সহ-সভাপতিসহ বহিষ্কৃত ১৬
গত বছরের সেপ্টেম্বরে ইডেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিরুদ্ধে সিট বাণিজ্যের অভিযোগ তোলে কমিটির সহসভাপতিদের কয়েকজন। তা নিয়ে দ্বন্দ্বে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হেনস্থা করেন সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা।
সেই ঘটনার পর ২৫ সেপ্টেম্বর দুই পক্ষে মারামারি বাঁধে। এক পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের ছাত্রাবাস থেকে বের করে দেয় প্রতিপক্ষ।
তারপর ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পাল্টাপাল্টি মামলা করে।
ওই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ইডেনে সংগঠনের কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিল। ১০ জন সহসভাপতিসহ ১৬ জনকে বহিষ্কারও করেছিল।