Published : 16 Nov 2024, 12:31 AM
আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহের ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে প্রশংসায় ভাসালেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “সারাদেশে ‘ফ্যাসিবাদ’ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ‘মুক্ত অঞ্চল’ হিসেবে ছিল।
শুক্রবার রাতে সাংবাদিক সমিতিটির ২০২৪-২০২৫ বর্ষের নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ। সেখানে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশ করার মাধ্যমে সব আন্দোলনেই উল্লেখযোগ্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ সকল সাংবাদিকদের।
"সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য একই সাথে সাংবাদিক এবং শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালন করেছে। আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন সাংবাদিক সমিতির সদস্যদের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেরেছি।”
নাহিদের মতে, জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা সেই ‘দায়িত্ব’ পরিপূর্ণভাবে পালন করেছে বলেই আন্দোলন সফলতা পেয়েছে।
তিনি বলেন,"শিক্ষার্থীদের প্রতিটি আন্দোলনেই ক্যাম্পাস সাংবাদিকদের সেতুবন্ধন থাকে। আন্দোলনকালীন সময়ে সাংবাদিকতার বাইরে গিয়েও তারা আহত শিক্ষার্থীদের সহায়তা করে মানবিক কাজে অংশ নিয়েছে।"