“কারিগরি শিক্ষাতে যে বেহাল দশা চলছে, তা প্রতিকার করতে ছয় দফা মেনে নিতে হবে,” বলেন একজন।
Published : 27 Apr 2025, 01:48 PM
ছয় দফা দাবি আদায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে মেধা শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘তেরর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে, পলিটেকনিক জেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’-প্রভৃতি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থী রাহেল রানা হাওলাদার বলেন, “আমাদের ডিজি মহোদয় প্রথমদিকে বলছিলেন, ‘ছয় দফা দাবি যৌক্তিক’, পরে আবার বলেন, ‘কিছু দাবি যৌক্তিক, কিছু অযৌক্তিক’।
“তাই আমরা আবার রাজপথে নেমেছি। আমরা কখনোই দাবিগুলো থেকে সরে আসি নাই। কারিগরি শিক্ষাতে যে বেহাল দশা চলছে, তা প্রতিকার করতে ছয় দফা মেনে নিতে হবে।”
দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসা পলিটেকনিক শিক্ষার্থীরা গত ১৬ এপ্রিল থেকে জোরালো আন্দোলন শুরু করে। সপ্তাহ খানেক ধরে আন্দোলন চলার পর তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করে। সেদিন আন্দোলন স্থগিত করা হলেও পরদিনই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হল–
• জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাই কোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা। ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগের জন্য নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করা, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল করা এবং মামলার প্রধান কারিগর ক্রাফট ইন্সট্রাকটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা।
• উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং এই পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম ১০ম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬০০০ টাকা দেওয়া।
• কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়া।
• কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।
• ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে এবং বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।