১০ বিভাগীয় প্রধানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
Published : 27 Apr 2025, 09:58 PM
আন্দোলনের মধ্যে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যসহ যেসব শিক্ষকরা সরে দাঁড়িয়েছেন তাদের মধ্যে ১০ জন বিভাগীয় প্রধানের পদত্যাগ প্রত্যাহারের দাবি করেছেন শিক্ষার্থীরা।
১০ বিভাগীয় প্রধানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
একইসঙ্গে তারা মিডটার্মের সময় আগের মত ১ ঘণ্টা ৪৫ মিনিট নির্ধারণ, ইম্প্রুভ ফি কমানোসহ একগুচ্ছ দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।
এর আগে এক শিক্ষার্থীর মিডটার্ম দিতে না পারা, মিডটার্ম পরীক্ষার সময় কমানো এবং শিক্ষার্থীদের দাবির মুখে ইম্প্রুভমেন্ট ফি কমানোর ঘোষণা দেওয়ার পরও আগের মত ক্রেডিট প্রতি ১৫০০ টাকা নেওয়ায় শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
তারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ নুরুল হুদার পদত্যাগ, মিডটার্মের সময় আবার পৌনে দুই ঘণ্টা করা ও ক্রেডিট প্রতি ইম্প্রুভমেন্ট ফি কমানোর দাবি জানান।
সিএসসি বিভাগের চেয়ারম্যানের পদত্যাগে দুপুর দুইটা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও প্রশাসনের সাড়া না পাওয়ায় তারা উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন।
আন্দোলনের মধ্যে শিক্ষকরা উপাচার্যের অবরুদ্ধ হয়ে পড়লে পরে রাতে উপাচার্য এবং ১১ জন বিভাগীয় প্রধান একযোগে পদত্যাগ করেন।
এরপর ‘বিশ্ববিদ্যালয়কে জিম্মি করতেই সব বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন’ এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা উপাচার্যসহ অন্য শিক্ষকদের ফের অবরুদ্ধ করেন। তারা উপাচার্যের পদত্যাগপত্রের ভাষা সংশোধনের দাবি করেন। দফায় দফায় আলোচনার পর রাত সাড়ে ৪টায় শিক্ষকদের ক্যাম্পাস থেকে যেতে দেওয়া হয়।
আন্দোলন শিক্ষার্থীদের একজন মোহাইমিনুল ইসলাম রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুর থেকে আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন করেছি। আমরা ভিসি আবুল কাসেম মিয়া ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নুরুল হুদা ছাড়া অন্যান্য বিভাগীয় প্রধানদের পদত্যাগ প্রত্যাহার চেয়েছি।
“তারা মৌখিকভাবে আমাদের বলেছেন তারা পদত্যাগ প্রত্যাহার করবেন। তবে তারা তা প্রত্যাহার করেছেন কি না তা নিশ্চিত নই। বিকালে আমরা ক্যাম্পাস থেকে চলে এসেছি। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে দাবি দাওয়া সংগ্রহ করেছি।”
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক শিক্ষার্থী সায়েম বলেন, “আমার মিডটার্মের সময় পৌনে দুই ঘণ্টা পুনর্নিধারণ, ক্রেডিট প্রতি ১৫০০ টাকা ইমপ্রুভমেন্ট ফি কমিয়ে মিডটার্মের জন্য বিষয়প্রতি ২০০০ টাকা ও ফাইনালের জন্য ৩০০০ টাকা নির্ধারণসহ বেশ কয়েকদফা দাবি জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা সন্ধ্যায় বলেন, “গতরাতে সাড়ে ৪টার পর ভিসি ও অন্য শিক্ষকরা ক্যাম্পাস ছেড়ে যেতে পারেন। রোববার শিক্ষার্থীরা দশজন বিভাগীয় প্রধানের পদত্যাগ প্রত্যাহার দাবি করেছেন। পদত্যাগের বিষয়টি শিক্ষকদের ব্যক্তিগত। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
“রোববার ক্লাস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ থেকে প্রশাসনিক পদের দায়িত্ব কাউকে হস্তান্তর করা হলে অন্য বিষয়গুলোর সমাধান আসবে বলে আশা করছি।”