Published : 29 Apr 2025, 10:36 AM
এক যুগ আগে সাভারে যে ভয়াবহ শিল্প দুর্ঘটনা ঘটে, সেই রানা প্লাজা দুর্ঘটনার কথা স্মরণ করে পোশাক শ্রমিকদের উন্নত মানবাধিকার নিশ্চিতে দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম।
তিনি বলেছেন, “আমি বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন কোনো বিলম্ব ছাড়াই শ্রমিক এবং নিজেদের প্রতিনিধিদের উন্নত মানবাধিকারের অঙ্গীকার বাস্তবায়ন করেন। সেই সঙ্গে দায়িত্বশীল ও নৈতিক ক্রয় পদ্ধতি চালুর আহ্বান জানাই।”
সোমবার আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবসে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। কর্মক্ষেত্রে হতাহতদের স্মরণে প্রতিবছর ২৮ এপ্রিল দিবসটি পালন করা হয়ে থাকে।
কর্মক্ষেত্রে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বলেন, “আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবসে আমি তাদের সবাইকে শ্রদ্ধা জানাই- যারা কেবলই কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এবং বিশ্বজুড়ে ট্রেড ইউনিয়ন কর্মীদের সাহসিকতার শ্রদ্ধা জানাই, যারা কঠিন পরিস্থিতিতে সংগঠিত হয়ে জয়ের মুখ দেখেছেন।”
লেবার পার্টির মনোনয়নে গত বছর পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন আফসানা বেগম। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা হলেও আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।
কর্মক্ষেত্রে প্রাণহানি ঠেকানোর আহ্বান জানাতে গিয়ে ব্রিটিশ এই এমপি বাংলাদেশের রানা প্লাজা ধসের কথা মনে করিয়ে দিয়েছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার ৫ হাজারের মতো শ্রমিক তার নিচে চাপা পড়েন।
আফসানা বলেছেন, “বাংলাদেশে ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটা রানা প্লাজা ভবন ধসের ১২তম বার্ষিকীর পর (আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি) দিবসটি এসেছে। ওই ভবন ধসে অন্তত ১,১৩২ জন শ্রমিক নিহত এবং আড়াই হাজারের বেশি শ্রমিক আহত হয়েছিলেন-এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।”
বিশ্বের সব শ্রমিকের মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “যুক্তরাজ্য বা বাংলাদেশ বা বিশ্বের যেকোনো প্রান্তেই হোক, সব শ্রমিকের জীবনযাপনযোগ্য মজুরি, ভালো কাজের পরিবেশ এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। পাশাপাশি অনিরাপদ কাজে অস্বীকৃতি জানানোর অধিকারও রাখে।”