Published : 29 Apr 2025, 10:20 AM
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে স্কুল পরবর্তী ক্যাম্প হিসেবে ব্যবহৃত একটি ভবনে গাড়ির ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। গাড়িটি ভবনের একপাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।
সোমবার অঙ্গরাজ্যটির স্প্রিংফিল্ড শহরের নিকটবর্তী ছোট শহর চ্যাথামে ঘটনাটি ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, স্কুল পরবর্তী ক্যাম্প ওয়াইএনওটিতে যারা নিহত হয়েছেন তাদের বয়স চার থেকে ১৮ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, সোমবার বিকালে গাড়িটি ওই ভবনের বাইরে বেশ কয়েকজনকে আঘাত করে চলন্ত অবস্থায়ই ভবনের ভেতরে ঢুকে আরও বেশ কয়েকজনকে ধাক্কা দেয়, তারপর অপর পাশ দিয়ে বের হয়ে যায়। এই ঘটনাটি ইচ্ছাকৃত কি না, তা পরিষ্কার হয়নি।
ঘটনার পর বেশ কয়েকজন আহতকে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইলিনয় অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, ওই গাড়ির চালক অক্ষত আছেন, পরীক্ষার জন্য তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন ভবনের বাইরে ছিলেন ও অপরজন ভেতরে ছিলেন।
সামাজিক মাধ্যমে আসা ফুটেজে ভবনটি বড় বড় গর্ত দেখা গেছে।
সামাজিক মাধ্যমে এক্স এ এক পোস্টে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার জানিয়েছেন, তার প্রশাসন ঘটনা পর্যবেক্ষ করছে।
চ্যাথাম ১৪ হাজার বাসিন্দার একটি ছোট শহর। এটি ইলিনয়ের রাজধানী স্প্রিংফিল্ড থেকে প্রায় চার দশমিক ৮ কিলোমিটার দূরে।
JUST IN: Woman drives car through daycare and after-school camp in Chatham, Illinois, killing at least 4 people, police say pic.twitter.com/5CM1CAQdWL
— BNO News (@BNONews) April 28, 2025