অলিক মৃ বলেন, “এখনও গ্রাফিতি পুনর্বহাল হয়নি। সরকারের বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে বলা হচ্ছে, আদিবাসী শব্দ ব্যবহার ব্যবহার করা যাবে না।”
Published : 24 Jan 2025, 07:37 PM
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামা আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ’।
পরিষদের সভাপতি অলিক মৃ শুক্রবার বাংলাদেশ ‘ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি’ আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ ঘোষণা দেন।
অলিক মৃ বলেন, “গত ১৫ তারিখ আদিবাসীদের ওপর হামলা হলেও সরকারের এখনও দৃশ্যমান কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না। তারা একটা বিবৃতিতে দায় এড়াতে পারে না।
“এখনও গ্রাফিতি পুনর্বহাল হয়নি। দুইজন নামমাত্র গ্রেপ্তার হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে বলা হচ্ছে, আদিবাসী শব্দ ব্যবহার ব্যবহার করা যাবে না।”
সমাবেশ থেকে এনসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মুছে ফেলা গ্রাফিতি পুনর্বহালের দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে’ প্রতিবাদী এ সাংস্কৃতিক সমাবেশে আদিবাসীদের ওপর হামলার চিত্র প্রদর্শন করা হয়।
অলিক মৃ বলেন, “গতকাল দেখলাম, মিছিলে যারা হামলা করেছে, তারা অন্য ব্যানারে আমাদের শাস্তি চাচ্ছে। হামলার হোতারা এখনও গ্রেপ্তার হয়নি, তারা অনলাইনে ‘টকশো’ করে বেড়াচ্ছে। পুলিশ এখনও তাদের ধরতে পারেনি।”
‘স্ট্যাম্পে’র মাথায় জাতীয় পতাকা বেঁধে হামলার মাধ্যমে পতাকার অবমাননা হয়েছে অভিযোগ করে তিনি জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
সমাবেশে আইপি নিউজের নির্বাহী সম্পাদক সতেজ চাকমা বলেন, “এই ভূখণ্ডে আদিবাসীদের ওপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে পাকিস্তান আমল এবং বাংলাদেশেরও নিপীড়ন হয়েছে।
বইয়ে 'আদিবাসী চিত্রকর্ম': পক্ষের লোকজনকে পেটাল বিরোধীরা
হামলার প্রতিবাদ: প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা আদিবাসী শিক্ষার্থীদের
“দীর্ঘদিনের নিপীড়ন থেকে মুক্তি পেতে ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলে আদিবাসীরা সংহতি জানিয়েছিল। এখন আমাদের ওপর হামলা হচ্ছে। জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার না করলে আমাদের প্রতিবাদ চলবে।”
সমাবেশে সংহতি জানিয়ে সংগীত পরিবেশন করেন ‘কৃষ্ণকলি’, ‘সায়ান, ‘মাদল’, ‘বাংলা ফাইভ’, ‘এফ মাইনর’, ‘তুহিন কান্তি দাস’, ‘মরফিন ক্লাউড’, ‘দ্যা রাবুগা’, ‘ভিয়েন্টো’, ‘রেড টুইলাইট’ ও ‘ব্ল্যাক বার্ডস’।
মিঠুন রাকসাম, পরাগ রিছিল, সান্তআ ত্রিপুরা, কুর্নিকোভা চাকমা, আদ্রিতা চাকমা কবিতা আবৃত্তি করেন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল আজিমও সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান।
বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ সভাপতি টনি চিরানের সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন ‘বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি’র সদস্য আন্তনী রেমা।