ধাপে ধাপে ছাড় দেওয়ার পর এখন শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট দিতে হয় কোম্পানিগুলোকে।
Published : 16 Dec 2024, 10:12 PM
ভোজ্যতেলের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ানোর পর সরবরাহ স্বাভাবিক রাখতে এবার ভ্যাট ছাড়ের সময় আরও তিন মাস বাড়িয়েছে সরকার।
রোজাকে সামনে রেখে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবার সয়াবিনের সঙ্গে সব ধরনের পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেলের ওপর আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট কমিয়ে ৫ শতাংশে নামিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আগের মতই সব ভোজ্যতেলে ভ্যাট ৫ শতাংশ রাখার সময় ১৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করেছে।
রাজস্ব আদায়কারী সংস্থাটির বাজারে বাড়তে থাকা দাম নিয়ন্ত্রণে এর আগে ধাপে ধাপে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ পর্যায়ের শুল্ক ও করসহ ভ্যাটে ছাড় দেয়।
এর আগে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়।
এরপর নভেম্বরে স্থানীয় উৎপাদন পর্যায়ে আরও ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়ের ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে কোম্পানিগুলোকে।
ভোজ্যতেল আমদানিতে শুল্ক বলতে যা বোঝায় তথা কাস্টমস ডিউটি তা আগেই এনবিআরের তরফে শূন্য করা হয়েছে। এক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটিও নাই।
তবে পাম তেলের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ১০ শতাংশ ছিল, যা এসআরও দিয়ে ১ শতাংশে আগেই নামিয়ে আনা হয়েছে।
সবশেষে এবার সয়াবিন ও পাম তেলের সঙ্গে অপরিশোধিত সানফ্লাওয়ার ও অপরিশোধিত ক্যানোলা তেলের ক্ষেত্রেও একই সুযোগ দেওয়া হয়েছে।
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা
ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমে অর্ধেক
এছাড়া অপরিশোধিত সানফ্লাওয়ার ও অপরিশোধিত ক্যানোলা এবং উভয় পণ্যের পরিশোধিত তেল আমদানির ক্ষেত্রেও থাকা বিদ্যমান আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাজারে সরবরাহ সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়তি দামের কারণে সরকারের সঙ্গে পরামর্শের পর গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয় পরিশোধনকারীরা। এরপরও বাজারে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
লিটার প্রতি ৮ টাকা বেড়ে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ঠিক হয়েছে ১৭৫ টাকা, খোলা সয়াবিন তেল ও খোলা পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৫৭ টাকা; পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাবে ৮৫২ টাকায়।