উচ্চ পর্যায়ের ১১ সদস্যের এ কমিটিতে অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা রয়েছেন।
Published : 25 Nov 2024, 08:46 PM
বেক্সিমকো শিল্প পার্কের কারখানাগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে উপদেষ্টাদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে; যাতে প্রধান করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে।
১১ সদস্যের এ কমিটি গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো শিল্প পার্কের বিরাজমান পরিস্থিতি এবং আশপাশের শিল্প স্থাপনা ও জনগণের অবস্থা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সুপারিশ করবে।
কমিটিতে রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি গঠনের প্রজ্ঞাপনে বলেছে, এ কমিটিকে সহায়তা করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান, অর্থ সচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব এবং বিজিএমইএ এর প্রশাসক। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ”বেক্সিমকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রমিক অসন্তোষ নিরসনে আশু, মধ্যমেয়াদি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সুপারিশ দেবে এই কমিটি।”
সেই সঙ্গে একই ধরনের প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে করণীয় নির্ধারণও করে দেবে এ কমিটি। কমিটি প্রয়োজনে আরও সদস্য যুক্ত করতে পারবে।
বকেয়া বেতনের দাবিতে সরকার পতনের পর থেকে মাঝেমধ্যেই আন্দোলনে সড়কে নামছে বেক্সিমকো গ্রুপের কর্মীরা।
বকেয়া বেতন: বেক্সিমকো ও হা-মীম গ্রুপের শ্রমিকরা ফের সড়কে
সোমবারও গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো শিল্প পার্কের শ্রমিকরা। সোমবার সকাল ৯টা থেকে তারা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান অবরোধ করে রাখে। সকাল থেকে শুরু হওয়া তাদের অবরোধ কর্মসূচি সন্ধ্যা ৭টাতেও চলছিল। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ শিল্প পার্কের কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানাতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বেক্সিমকোর শ্রমিকদের বকেয়া পরিশোধে ঋণ দেবে সরকার: শ্রম সচিব
এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সাত দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববার বেতন দেওয়ার আশ্বাসে বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে নেন। তবে রোববার বিকালেও বকেয়া বেতন না পেয়ে তারা সোমবার সকাল থেকে আবারও আন্দোলনে নেমেছে।
কাশিমপুরের সারাবো এলাকায অবস্থিতি এ শিল্প পার্কে প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বেতন পাননি।
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হলে এ শিল্পগোষ্ঠীর কারখানাগুলো আর্থিক সংকটে পড়ে। বিশেষ করে এ গ্রুপের পোশাক কারখানাগুলোতে বেতন বকেয়া হলে আন্দোলনে নামেন শ্রমিকরা।
বকেয়া বেতন: গাজীপুরের সড়কে ফের বেক্সিমকোর শ্রমিকরা
সালমান রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে পণ্য রপ্তানির আড়ালে প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা করেছে সিআইডি, যাতে তার পরিবারের সদস্য এবং বেক্সিমকো গ্রুপের কর্তাব্যক্তিসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
সিআইডির অভিযোগ, বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনতা ব্যাংকের মাধ্যমে ৯৩টি এলসি বা ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করেও প্রায় ৮৩ মিলিয়ন ডলার (৯৯৬ কোটি টাকা) দেশে না এনে পাচার করেছে।
এদিকে চলতি মাসে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠীর সব কোম্পানির তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক বা ‘রিসিভার’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি পরিবর্তিত পরিস্থিতিতে কারাগারে আটক বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ থাকা সালমান রহমানের অনুপস্থিতিতে কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনা তদারকিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।