অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি তাদের।
Published : 20 Nov 2024, 02:53 PM
গাজীপুর নগরীর কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে ফের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
বুধবার সকাল ৮টা থেকে ওই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে তাদের বিক্ষোভ চলছে। এ কারণে যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করছে।
কাশিমপুর থানার এসআই মনজুরুল ইসলাম বলেন, “বেক্সিমকো কারখানার শ্রমিকেরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”
আন্দোলনরত শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষের একজন বকেয়া বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের সঙ্গে বসে দিন তারিখ নির্ধারণ করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সে কথা রাখেনি। তাই শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।
শ্রমিকরা বলছেন, নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ায় শ্রমিকেরা ঘর ভাড়া, দোকানের বাকি, ছেলে-মেয়েদের স্কুল কলেজ, প্রাইভেট শিক্ষকের বেতন ও পরীক্ষার ফি দিতে পারছেন না। বাড়ির মালিকরা ঘর ছেড়ে দেওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছেন। অনেক দোকান মালিক বকেয়া টাকা পরিশোধ না করায় বাকিও দিচ্ছে না।
তাদের অভিযোগ, শ্রমিকদের কথা সরকার, মালিক, কারখানা কর্তৃপক্ষ কেউ ভাবে না। অথচ তারা মেশিনের চাকা ঘোরায় বলে মালিকেরা বিদেশে মালামাল রপ্তানি করে টাকা উপার্জন করে। শ্রমিকদের কষ্টের কথা মালিকেরা ভাবলে রাস্তা অবরোধ করে বসে থাকতে হতো না।
গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী কাজ করেন। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।