“টাকা ছাড়া সংসার চলছে না। আন্দোলন করেই বেতন আদায় করব।”
Published : 21 Nov 2024, 07:55 PM
গাজীপুরে সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকালে নগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
অপরদিকে ১২ দফা দাবিতে জিরানী এলাকায় হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট নিটওয়্যার’ কারখানার শ্রমিকরা একইদিন সকাল থেকে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ দেখিয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, রোববারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে সন্ধ্যা ৭টার দিকে বেক্সিমকোর এবং বেলা ২টার দিকে হামিমের শ্রমিকরা সড়ক ছাড়েন।
এর আগে বিক্ষোভ চলাকালীন বেক্সিমকোর শ্রমিক মো. আশরাফুল বলেন, “কয়েকবার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বেতন দেওয়ার আশ্বাস দিলেও পরে তারা কথা রাখেননি। তাই বেতন না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে।”
শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবর মাসের বেতন বাকি রয়েছে। বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের অবরোধের মধ্যে অন্যদিন কিছু অটোরিকশা চলাচল করলেও বৃহস্পতিবার সকাল থেকে আটকে দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিক আন্দোলন শুরুর পর বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই চক্রবর্তী ও জিরানীসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।
চক্রবর্তী এলাকায় বেক্সিমকোর আরেক শ্রমিক কবির হোসেন বলেন, “টাকা ছাড়া সংসার চলছে না। এমনি এমনি তো আর বেতন দেবে না। তাই আন্দোলন করেই বেতন আদায় করব।”
হা-মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ ১২ দফা দাবিতে বুধবার থেকে আন্দোলন শুরু করেছেন তারা। সেনাবাহিনীর সদস্যরা তাদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করলেও সেটি হয়নি। এ কারণে তারা সকাল থেকে আবারও জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়েছেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে চন্দ্রা-নবীনগর মহাসড়কে চালাচলকারী যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন। অটোরিকশা ও গাড়ি না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন। ওই সময় উত্তরবঙ্গের যানবাহনগুলো বিকল্প পথে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক হয়ে ঢাকার পথে চলাচল করে।
গত বৃহস্পতিবার থেকে ওই সড়ক অবরোধ করে আন্দোলনে নামে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার সড়ক অবরোধ করছে তারা।