“এনবিআর চেয়ারম্যান ইতিবাচকভাবে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। সব শুনে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন,” বলেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।
Published : 23 Jan 2025, 09:27 PM
মোবাইল, ইন্টারনেট, রেস্তোরাঁসহ একাধিক পণ্য ও সেবায় আরোপিত বাড়তি ভ্যাট ও শুল্ক ‘আগের হারে’ নির্ধারণের পর এবার প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের উপর বর্ধিত ভ্যাট ও শুল্ক কমানোর আশ্বাস পাওয়ার দাবি করেছেন এ খাতের ব্যবসায়ীরা।
প্রক্রিয়াজাত খাদ্য পণ্যে বাড়তি মূসক ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ‘বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশনে’র (বাপা) নেতারা।
প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলছেন, তাদের দাবির বিষয়ে এনবিআর ‘ইতিবাচক’ সাড়া দিয়েছে।
সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আগের হারে ভ্যাট ও শুল্ক দিতে চাই। এনবিআর চেয়ারম্যান ইতিবাচকভাবে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। সব শুনে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। এই ব্যাপারটি দেখতে কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন। সার্বিক দিক বিবেচনা করে এনবিআর আমাদের ত্বরিৎ সমাধান দেবেন।
“আমরা এনবিআরকে বুঝিয়েছি। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে ভালো একটা সমাধান পাব। মূসকের হার না যাতে না বাড়ানো হয়। আমরা চাই না এই কষ্টের দিনে ভোক্তার উপর কোনো রকম চাপ আসুক। আমরা সুলভ মূল্যে ভোক্তার হাতে পণ্য পৌছে দিতে চাচ্ছি।”
দাবি মানা না হলে ভোক্তাকে বাড়তি অর্থ ব্যয় করতে হবে সতর্ক করেন আহসান খান চৌধুরী। তিনি বলেন, “কিছু পণ্যের উপর ২০০ শতাংশের বেশি ভ্যাট বেড়ে গিয়েছে। ৫ টাকার বিস্কুট আগামী দিনে ৭ টাকা দেওয়া লাগবে। ১০ টাকার বিস্কুট আগামী দিনে ১৩ টাকা, ২০ টাকার জুস আগামীতে ২৫ টাকায় কিনতে হবে।”
আহসান চৌধুরীর ভাষ্য, এর ফলে ভোক্তা ও কৃষকের উপর কেমন প্রভাব পড়বে, ক্রেতার পকেট থেকে বাড়তি কত টাকা যাবে, এ বিষয়গুলো ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের সামনে তুলে ধরেছেন।
ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে ভ্যাটের হার বেশি জানিয়ে তিনি বলেন, “আমাদের খাদ্যের ব্যয় বেশি। খাদ্য পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য এই বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে হবে।”
সংগঠনের তরফে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে স্মারকলিপি দেওয়া হয় এনবিআর চেয়ারম্যানকে।
বাপার সভাপতি এম এ হাশেম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, পারটেক্স স্টার গ্রুপের এমডি আজিজ আল মাহমুদ, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির, রানী ফুড ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ বশির এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভুইয়া, আকিজ ফুডস অ্যান্ড বেভারেজের পরিচালক সৈয়দ জহুরুল আলম, স্কয়ার ফুড এন্ড বেভারেজ এর চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, বাপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুরনো খবর
নতুন করে শুল্ক-করের 'বোঝা' চাপ বাড়াবে জীবনযাত্রায়
সমুদ্রগামী জাহাজের রেমিটেন্সে কর ফিরল
মোটরসাইকেল, ফ্রিজ, এসি শিল্পে আয়কর দ্বিগুণ হল
দুই অঙ্কের মূল্যস্ফীতি রেখেই বিদায় নিল ২০২৪
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের কষ্ট হবে না: অর্থ উপদেষ্টা
আইএমএফের চাপে পণ্য ও সেবায় বাড়তি ভ্যাটের বোঝা
ভ্যাট বাড়লেও মূল্যস্ফীতিতে 'প্রভাব পড়বে না': এনবিআর
কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরোতে হবে: এনবিআর চেয়ারম্যান
কর বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি কেন: এনবিআরকে আইএমএফ
কর-জিডিপি অনুপাত: আইএমএফের শর্ত কঠিন হল
উন্নয়ন সহযোগীদের চাপ, ব্যাপক হারে কমবে কর অব্যাহতি: এনবিআর চেয়ারম্যান