৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
Published : 20 Dec 2024, 12:11 AM
‘সফটওয়্যার হালনাগাদ’ করার জন্য ন্যাশনাল ব্যাংকের কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর থেকে পাঁচ দিন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, “কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) মাইগ্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।”
সার্কুলারে বলা হয়, কার্যক্রম বন্ধ রাখার সম্মতি পেতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এই সম্মতি দেওয়া হয়েছে।
পুরনো খবর
যত দ্রুত সম্ভব, তারল্য সহায়তা চান ন্যাশনাল ব্যাংক চেয়ারম্যান মিন্টু
ফের পর্ষদ ভাঙল এনবিএলের, ফিরলেন আবদুল আউয়াল মিন্টু