গণস্বাস্থ্য ফার্মেসি ‘দখলচেষ্টা’: সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল কারাগারে

ব্যারিস্টার ফখরুল ছাড়াও এই মামলায় আরো দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 11:45 AM
Updated : 10 Feb 2024, 11:45 AM

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁস মামলায় সাজাপ্রাপ্ত আইনজীবী এ কে এম ফখরুল ইসলামকে অন্য একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আলী হায়দার এই আদেশ দেন।  

প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর রেখে যাওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মেসিতে অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি ও চুরিতে সহায়তা করার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় এস এম মহিবুল্লাহ মহিউদ্দিন নামে একজন তার বিরুদ্ধে মামলাটি করেন।

ব্যারিস্টার ফখরুল ছাড়াও এই মামলায় আরো দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

তারা হলেন মোহাম্মদ বশির ও ইসমাইল হোসেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসাকেও আসামি করা হয়েছে।

বাদী এজাহারে বলেছেন, তিনি গণস্বাস্থ্য ফার্মেসির ৪৮ শতাংশ শেয়ারের মালিক। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর প্রতিষ্ঠানের ‘স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী’ কিছু ব্যক্তি সেটিকে দখল করার চেষ্টা করছেন।

এরই ধারাবাহিকতায় ব্যারিস্টার ফখরুলসহ আসামিরা গত ৯ জুলাই ফার্মেসির ক্যাশ থেকে ১১ লক্ষ ১৯ হাজার টাকা ও ২ কোটি টাকার ওষুধ নিয়ে যান।

বাদী আরো উল্লেখ করেন ঘটনার সময় তিনি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। তাই অভিযোগ জানাতে দেরি হবে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক লোকমান আসামিদের সাত দিনের রিমান্ডে পাওয়ার আবেদন করেছিলেন। অন্যদিকে আসামিদের পক্ষে আব্দুর রহমান হাওলাদার, মো. আক্তারুজ্জামানসহ কয়েকজন আইনজীবী করেন জামিনের আবেদন। বিচারক দুই পক্ষের আবেদনই নাকচ করেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে)