ঢাকায় শুরু ‘উপাগত ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন’

প্রদর্শনীটি ১১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 07:20 PM
Updated : 26 Nov 2022, 07:20 PM

শ্রমজীবী মানুষের জীবনযাপনের অভিজ্ঞতাকে উপজীব্য করে ১১ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী চলছে ঢাকার মোহাম্মদপুরের ওয়াশপুর গার্ডেন সিটিতে।

‘উপাগত ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন’ নামের এ প্রদর্শনী আয়োজন করেছে ‘উঠান’ নামের একটি শিল্পসংঘ। গত শুক্রবার বিকাল ৫টায় তিন দিনের এ প্রদর্শনী শুরু হয়, যা শেষ হবে রোববার।

জীবনযাপনের অভিজ্ঞতা, অনুভূতি, ভাব দর্শন তুলে ধরে সমাজের শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযুদ্ধের নানা দিককে এ প্রদর্শনীর উপজীব্য করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া প্রযুক্তির সঙ্গে পুরোনো পেশা বা ঐতিহ্যের টানাপড়েনও শিল্পকর্মগুলোর উপজীব্য হিসেবে এসেছে।

মোট ১১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন।

শিল্পীরা হলেন: আরজান তাবাসসুম, জাফরিন গুলশান, তারেক মেহেদী, মনজুর রশীদ, ইফাত রেজোয়ান রিয়া, রূপম রায়, আফসানা হাসান সেঁজুতি, সনদ বিশ্বাস, সৈয়দ তারেক রহমান, এ এইচ ঢালী তমাল ও তৌফিকুর রহমান।

প্রদর্শনী সবার জন্য খোলা থাকছে প্রতিদিন বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।