ঢাকায় দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

পুলিশের ধারণা, দায়িত্বপালনের সময় বাথরুমে গিয়ে ‘নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন’ তিনি।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 05:34 AM
Updated : 25 May 2023, 05:34 AM

ঢাকার বনানী এলাকায় দায়িত্ব পালনের সময় গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে, যিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে সহকর্মীদের ধারণা।

নিহত আশরাফুজ্জামান রনি (২২) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর পুলিশ লাইনে।

২০২০ সালে চাকরিতে যোগ দেওয়া রনির বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বুকে গুলিবিদ্ধ অবস্থায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টা ৫৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের বরাতে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, “বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিল রনির। সেখানে একটি বাথরুমে গিয়ে সার্ভিস পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন।”

ঘটনার সময়ে রনি একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রনির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।