ঢাকার শ্যামপুরে এক বাসায় বাথরুমের বালতির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
দেড় বছরের শিশু আফিফা কামাল রাইকার বাবা কামাল তালুকদার প্লাস্টিক কারখানায় কাজ করেন। কামাল তালুকদারের দুই সন্তানের মধ্যে রাইকা ছোট।
পরিবার নিয়ে কামাল তালুকদার শ্যামপুর অটোবির পাশে একটি পাঁচতলা ভবনের চারতলায় ভাড়া থাকেন, তার গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুরে।
রাইকার চাচি ডালিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাইকার মা সোনিয়া রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বেশ কিছু সময় ধরে মেয়ের সাড়া না পেয়ে বাথরুমে গিয়ে তিনি বালতির পানিতে উপুড় হওয়া অবস্থায় রাইকাকে দেখতে পান।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাইকাকে অচেতন অবস্থায় প্রথমে পোস্তগোলা সোবহান ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।