এবার অবসরে পাঠানো হল আরেক এসপিকে

অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা আলী হোসেন ফকির খুলনা তৃতীয় এপিবিএনের অধিনায়ক ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 12:39 PM
Updated : 16 Nov 2022, 12:39 PM

পুলিশের এসপি পদ মর্যাদার আরেক কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে বুধবার অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা আলী হোসেন ফকির খুলনা তৃতীয় এপিবিএনের অধিনায়ক ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে।

এ নিয়ে পুলিশ ক্যাডারের মোট ছয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও চারজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

তাদের আগে তথ্য সচিব মকবুল হোসনকেও চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে অবসরে পাঠানো হয়।

বুধবার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়,  “বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা ৩য় এপিবিএন’র অধিনায়ক (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) মো. আলী হোসেন ফকিরকে  সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল।“

আলী হোসেন বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তার ব্যাচমেটদের কেউ অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেও তিনি সবশেষ এসপি পদেই দায়িত্ব পালন করছিলেন। তিনি নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। কাজ করেছেন ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি)।

পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, কাজের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি ছিল বলেই সম্প্রতি কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

Also Read: ৫ পুলিশ কর্মকর্তাকে অবসর ‘দেশপ্রেম ও দক্ষতার ঘাটতির’ কারণে: স্বরাষ্ট্রমন্ত্রী

Also Read: এবার অবসরে পাঠানো হল পুলিশের ২ অতিরিক্ত ডিআইজিকে

Also Read: ৩ এসপিকে অবসরে পাঠাল সরকার