মধ্য সেপ্টেম্বরেই হাসপাতালে ডেঙ্গু রোগী ৫ হাজার ছুঁইছুঁই

মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৯ জন, যাদের ২৮০ জনই ঢাকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2022, 12:57 PM
Updated : 18 Sept 2022, 12:57 PM

দেশে গত একদিনে ডেঙ্গুতে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আরও বেড়েছে, যাদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যাই বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৯ জন, আগের দিন এ সংখ্যা ছিল ৩৮১ জন।

সবশেষ রোগীদের তথ্য নিয়ে মধ্য সেপ্টেম্বরেই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পাঁচ হাজার ছুঁইছুঁই। চলতি বছরের মধ্যে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৯৯৬ জন রোগী ভর্তি হয়েছেন; যা একক মাসের হিসাবে সবচেয়ে বেশি।

বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীদের ২৮০ জনই ঢাকার বাসিন্দা। অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন ১১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে একজনের মৃত্যু হওয়ায় এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫ জনে। এর মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে গত ১৮ দিনে। এছাড়া অগাস্টে ১১ জন, জুলাইয়ে ৯ জন ও জুনে একজনের মৃত্যু হয় ডেঙ্গুতে।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১৭৭ জন, যাদের মধ্যে ৯ হাজার ৬৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর সবচেয়ে বেশি ৪ হাজার ৯৯৬ জন রোগী ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। এর আগে অগাস্ট মাসে ৩ হাজার ৫২১ জন ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে ১ হাজার ৫৭১ জনই ভর্তি হয়েছিলেন।

এছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ২০ জন করে মোট ৪০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন:

Also Read: হাসপাতালে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী

Also Read: ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, টানা দ্বিতীয় দিন রোগী তিনশ ছাড়াল

Also Read: ডেঙ্গুতে এক দিনেই ৫ মৃত্যু

Also Read: ডেঙ্গু নিয়ে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে

Also Read: দেশে এ বছর এক দিনে সর্বাধিক ডেঙ্গু রোগী