৭ জঙ্গির সঙ্গে এবার ৩ পাহাড়িও গ্রেপ্তার: র‌্যাব

বান্দরবান ও রাঙামাটিতে এই অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2022, 04:27 PM
Updated : 20 Oct 2022, 04:27 PM

পার্বত্যাঞ্চলে অভিযান চালিয়ে আরও সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব; তাদের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তিন পাহাড়ি।

জঙ্গিদের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নতুন যোগসূত্র স্থাপনের বিষয়টি প্রকাশ্যে আনার পর বৃহস্পতিবার এই খবর দিল র‌্যাব।

এর আগে পার্বত্যাঞ্চলে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আস্তানা গাঁড়ার কথা জানানো হয়েছিল।

দুই দফায় ১২ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। তৃতীয় দফায় সাতজনকে নিয়ে সংগঠনটির মোট ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হল বলে র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “একই সাথে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩জনকে গ্রেপ্তার করা হয়।”

বান্দরবান ও রাঙামাটিতে অভিযানে তারা গ্রেপ্তার হন বলে র‌্যাব জানিয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের কথাও বলেছে র‌্যাব।

গ্রেপ্তার পাহাড়িরা কোনো সংগঠনের, তা র‌্যাব স্পষ্ট করেনি। তবে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের নামই ঘুরে-ফিরে আসছে। এই দলটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।

অভিযানের বিস্তারিত শুক্রবার বান্দরবানে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

Also Read: র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?

Also Read: নতুন জঙ্গি দল: পাহাড়ে অভিযান, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

Also Read: নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব

Also Read: জঙ্গিদের সঙ্গে বম পার্টির যোগ খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Also Read: পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?