দেড় বছর বয়সী ছেলের গেঞ্জিটি উড়ে গিয়ে পড়েছিল বৈদ্যুতিক তারে; পর্দা টাঙানোর ধাতব পাইপ দিয়ে সেটি ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে মায়ের।
বুধবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া বেগমের (২৫) স্বামী নূরে আলম একটি খাবারের দোকানে কাজ করেন; ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনার পর স্বজনরা সাদিয়াকে সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূরে আলম সাংবাদিকদের বলেন, মাদবর বাজার এলাকায় একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকেন তারা। বিকালে শিশু সন্তানের গেঞ্জি উড়ে গিয়ে তারে আটকে যায়। সাদিয়া জানালা দিয়ে হাত বাড়িয়ে পর্দা টাঙানোর পাইপ দিয়ে সেটি নিচে ফেলার চেষ্টা করছিলেন বলে পাশের ফ্ল্যাটের লোকেরা তাকে জানিয়েছেন।
ওই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিয়া জানালার পাশেই ঢলে পড়েন। পরে প্রতিবেশীরা ছুটে এসে সাদিয়াকে অচেতন অবস্থায় পান।