উদ্ধার করা মাদকের মূল্য প্রায় দেড় কোটি টাকা; গ্রেপ্তার মালার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ইয়াবা বিক্রির অভিযোগে ঢাকার মিরপুরে টেকনিক্যাল মোড় থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে টেকনিক্যাল মোড়ের যাত্রী ছাউনির সামনে থেকে ফয়েজ আলমকে (৩৯) গ্রেপ্তার করা হয় বলে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।
এ সময় তার দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে সাভারে তার বাসা থেকে আরও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মহসীন বলেন, এলাকায় সবাই ফয়েজকে লবণ ব্যবসায়ী হিসেবে চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন।
“কক্সবাজার থেকে ইয়াবা এনে তিনি ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। যাত্রী ছাউনি কিংবা গণপরিবহনে থাকেন ফয়েজ। সেখানেই মাদকসেবী দেখলে তাদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন।”
ফয়েজের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।