সন্ধ্যায় ঢাকায় বাসে আগুন

দুই দিনে সারাদেশে পুড়ল ১১টি বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 01:32 PM
Updated : 13 Nov 2023, 01:32 PM

বিএনপির চতুর্থ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যায় রাজধানীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনির আখড়া সেতুর উপরে মৌমিতা পরিবহনের একটি বাসে ওই আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে তিন দফায় সাত দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে সমমনা জোট ও দলও এ কর্মসূচি পালন করছে। রোববার সকাল থেকে শুরু হয়েছে তাদের চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

এ দফায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল জনতার’ হাতে সারাদেশে ১৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস, যাতে পুড়েছে ১১টি বাস এবং একটি করে নছিমন, ট্রাক ও মিনিট্রাক।