সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটি চালু করতে চায় ইসি।
Published : 26 Jul 2023, 10:43 AM
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্য জানানোসহ একগুচ্ছ সেবা দিতে ‘নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ’ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
এই অ্যাপটি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই চালু করতে চাইছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান মঙ্গলবার বলেন, “(অ্যাপটি) একাধিকবার দেখে প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। …নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ ডেভেলপ হয়ে গেছে অলরেডি। দেশীয় প্রতিষ্ঠানই করছে।”
তিনি জানান, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় যাতে এটি কার্যকর থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে। এতে মনোনয়নপত্র জমার সুযোগও থাকবে। বর্তমানে অনলাইনে মনোনয়নপত্র জমা কার্যক্রম পরীক্ষামূলক অবস্থায় রয়েছে।
কারা, কী সেবা পাবে
নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানান, নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপে ভোটার, দল, প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ সাধারণ মানুষেরও প্রবেশাধিকার থাকবে। কিছু কিছু ক্ষেত্রে শুধু ইসি, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অ্যাকসেস থাকবে। এখানে নির্বাচনী প্রার্থীদের দলীয় পরিচয়, প্রতীক, হলফনামা- সবই থাকবে।
“এছাড়া ঘণ্টায় ঘণ্টায় ভোট পড়ার হার জানতে পারবে, নির্বাচন শেষে কেন্দ্রভিত্তিক কোন প্রার্থী কত ভোট পেয়েছে, দল ভিত্তিক আসন দেখতে পারবে। ভোটের পরে রেজাল্ট হলে-এটাও জানতে পারবে।”
ভোটাররা যেসব সেবা পাবেন তা তুলে ধরতে গিয়ে আনিছুর বলেন, “কে কোন এলাকার ভোটার তা জানতে পারবেন; কোন কেন্দ্রে, কোন কক্ষে (ভোট দেবেন)- গুগল ম্যাপে ভোটাররা দেখতে পারবেন। এটার কারিগরি দিক দেখা হচ্ছে। একই সঙ্গে কতজন দেখতে পারবে, লাখ লাখ লোক হিট করবে একই সময়ে-এসব কারিগরি সক্ষমতা যাচাই-বাছাই করা হচ্ছে।”
এ নির্বাচন কমিশনার জানান, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তার তথ্যও ডেটাবেইজে সংরক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।
“প্রযুক্তিগত সুবিধা বাড়লেও আইন, বিধি অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে দাপ্তরিক কাজ বহাল থাকবে। কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।”
নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতার লক্ষ্যে এ ধরনের অ্যাপ করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
“এটা করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা, কোনো গোপনীয়তা নেই। তাৎক্ষণিকভাবে তথ্য জানতে পারবে। সবার কৌতূহল থাকে- যেমন কত শতাংশ ভোট পড়েছে, সবাই জানতে চায়।
“আগে তো রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে ম্যানুয়ালি করা হতো। অ্যাপটা হলে কিন্তু নিজেই জানতে পারবে। কেন্দ্রে কেন্দ্রে যেতে হবে না। এবার পার্লামেন্টে শুরু করতে চাচ্ছি। এরপর স্থানীয় সরকারে ব্যবহার করা হবে।”
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
নির্বাচনের তফসিল কবে নাগাদ হতে পারে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট করলে অন্তত ৪৫ দিন সময় নিয়েই তফসিল ঘোষণা করতে হবে।
এবার ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটার রয়েছে।
আরও পড়ুন
এক ক্লিকে ভোটারকে সব জানাতে অ্যাপ বানাতে চায় ইসি
ভোটের আর ৬ মাস, রোডম্যাপে কতটুকু এগোল ইসি?
দ্বাদশ সংসদ নির্বাচন: ভোটকেন্দ্রের খসড়া তালিকা সেপ্টেম্বরে