পরিবেশ ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত বন্ধ যশোরের এস এ এফ ট্যানারি

একাধিকবার সতর্ক ও জরিমানা করার পরেও আইন অমান্য করে দূষণ কার্যক্রম চালু রেখেছিল কারখানাটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2022, 07:23 PM
Updated : 10 Nov 2022, 07:23 PM

পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত যশোরের অভয়নগরে ভৈরব নদীর তীরে অবস্থিত এস এ এফ ট্যানারির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা জনস্বার্থ মামলার চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ এই রায় দেয়।

আদালত একইসঙ্গে এই ট্যানারির কার্যক্রম নিয়মিত তদারকির জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) খুলনা বিভাগীয় পরিচালক, যশোরের উপ-পরিচালককে নির্দেশ দিয়েছে।

আদালতে বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন মিনহাজুল হক চৌধুরী ও এস হাসানুল বান্না।

বেলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়ার তালতলায় ভৈরব নদীর তীরে অবস্থিত এ ট্যানারি ১৯৮০ সাল থেকে পরিবেশগত ছাড়পত্র, ইটিপি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ব্যতীত চালু আছে। এ প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি ভৈরব নদীতে ফেলা হয়। একাধিকবার সতর্ক ও জরিমানা করার পরেও আইন অমান্য করে দূষণ কার্যক্রম চালু রাখায় জনস্বার্থে রিট আবেদন করলে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করে।