প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দুষ্টের দমন এবং শিষ্টের পালনেই শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আবির্ভূত হন বলে ভক্তদের বিশ্বাস।
Published : 14 Feb 2024, 12:14 AM
দেশের কল্যাণ ও মঙ্গল কামনার মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব। বুধবার সকালে চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় ৫ হাজার ২শ বছর আগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন অনুসারীরা।
প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দুষ্টের দমন এবং শিষ্টের পালনেই শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আবির্ভূত হন বলে ভক্তদের বিশ্বাস।
কেন্দ্রীয়ভাবে নানা আনুষ্ঠানিকতায় শ্রীকৃষ্ণের জন্মাতিথি উদযাপন করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি। ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন, স্বামীবাগ আশ্রমসহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা চলছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ হয়। এছাড়া বিকাল ৩টায় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করেছে কমিটি।
জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওই মিছিলে থাকার কথা রয়েছে বলে সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে।
ঢাকায় প্রভু জগদবন্ধু মহাপ্রকাশ মঠ, বরদেশ্বরী কালিমাতা মন্দির ও শশ্মান, শিব মন্দির, রামসীতা মন্দির, মাধব গৌড়ীয় মঠেও জন্মতিথি উৎদযাপনে ধর্মীয় আচার মেনে আনুষ্ঠানিকতা চলছে।
জন্মাষ্টমী উপলক্ষে বুধবার সরকারি ছুটি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন।
দিনটি উদযাপনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল জন্মষ্টমীর বিশেষ অনুষ্ঠান প্রচার হবে।
জন্মাষ্টমীর দুদিনের কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির হবে আলোচনা সভা। উদ্বোধন করবেন ভারতীয় হাই কমিশনার শ্রীপ্রণয় ভার্মা। প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)