নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ

এ ঘটনায় যুক্তদের আটক করার চেষ্টা চলছে বলে জানান পল্টন থানার ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 02:55 PM
Updated : 3 Dec 2022, 02:55 PM

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে শনিবার সন্ধ্যার কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে যুক্তদের তারা আটক করার চেষ্টা করছেন।

Also Read: বরিশালে ককটেল বিস্ফোরণ: বিএনপির ৯২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৩

Also Read: নারায়ণগঞ্জে তিন জায়গায় ‘হাতবোমার বিস্ফোরণ’

শনিবার বিকালেও দলীয় কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এরপরেই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ১০ ডিসেম্বর সমাবেশ করা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বাকযুদ্ধ চলেছে বিএনপির।

ঢাকা বিভাগীয় সমাবেশ নয়াপল্টনে করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল দলটি। তবে দলটিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলা হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।