অনিতা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৯০ বছর বয়সী অনিতা চৌধুরী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2022, 01:09 PM
Updated : 13 Nov 2022, 01:09 PM

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি অনিতা চৌধুরীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান ৯০ বছর বয়সী অনিতা চৌধুরী। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কয়ার গ্রুপ জানিয়েছে, অনিতা চৌধুরী তাদের কাছে পরিচিত ছিলেন ‘স্কয়ার মাতা’ হিসেবে। তার মৃত্যুতে স্কয়ার পরিবার ‘শোকাহত’।

তার স্বামী স্যামসন এইচ চৌধুরী ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরের এক হাসপাতালে ৮৬ বছর বয়সে মারা যান।

Also Read: স্কয়ার প্রতিষ্ঠাতার স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যু