ভোটের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনের আগে আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির এই সাক্ষাৎ বেশ গুরুত্ব বহন করে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 06:02 AM
Updated : 9 Nov 2023, 06:02 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদকে জানাতে বঙ্গভবনে পৌঁছেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওয়ানা দেন। বেলা ১২টার দিকে তারা বঙ্গভবনে পৌঁছান।

ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন নির্বাচন কমিশনাররা।

জাতীয় নির্বাচনের আগে আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির এই সাক্ষাৎ বেশ গুরুত্ব বহন করে। ভোটের তফসিল ঘোষণার আগে আগে এই সাক্ষাতের প্রথা রয়েছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিধান অনুযায়ী এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিকবার জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট আয়োজনে আগ্রহের কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শুক্র ও শনিবার ডিসি-এসপিদের নিয়ে রয়েছে নির্বাচনী কর্মশালা। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসতে পারে তফসিল। 

পুরনো খবর

Also Read: তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ রয়েছে: ইসি সচিব

Also Read: ভোট প্রস্তুতি: ইসি বঙ্গভবনে যাচ্ছে বৃহস্পতিবার

Also Read: রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাতে ইসি

Also Read: তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছে ইসি

Also Read: দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু