ছেলের-মেয়ের বিয়ে বিচ্ছেদ হলে বরপক্ষ ইউনুচ সেখ পরিবারের কাছে দেনমোহর বাবদ দুই লক্ষ টাকা পাওনা নিয়ে মোক্তার হোসেনের দ্বন্দ্ব শুরু হয়।
Published : 19 May 2024, 12:58 AM
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ে বিচ্ছেদের পর পাওনা দেনমোহরের টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম খালপাড়ায় একটি ধানের জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব।
নিহত ইউনুচ শেখ (৫৮) উপজেলার শিলাইদহ ইউনিয়নের খদ্দোবনগ্রাম এলাকার মৃত আকবর শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ইউনুচ শেখের পরিবারের ছেলের সঙ্গে স্থানীয় মোক্তার হোসেনের মেয়ের বিয়ে হয়েছিল। পরে তাদের বিয়ে বিচ্ছেদ হলে বরপক্ষ ইউনুচ সেখ পরিবারের কাছে দেনমোহর বাবদ দুই লক্ষ টাকা পাওনা নিয়ে কনেপক্ষ মোক্তার হোসেনের দ্বন্দ্বের সূত্রপাত হয়।
দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ নিষ্পত্তিতে সামাজিক শালিসসহ থানাতে বসেও আপোস-মীমাংসা করা হয়। তারপরও পক্ষদ্বয়ের মধ্যে এই বিরোধ চলছিল।
ওসি আরও জানান, একপর্যায়ে মোক্তার হোসেন টাকা আদায়ের জন্য ইউনুচের একটি জমি অনেকটা জিম্মি করে রাখেন। তিনি দাবি করেন, পাওনা পরিশোধ করলে জমিতে ধান কাটতে দিবেন, টাকা না দিলে কাটতে দিবেন না।
এর জেরেই শনিবার সকালে ইউনুচ সেখের সঙ্গে মুক্তার হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইউনুচ সেখসহ উভয় পক্ষের আরও চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইউনুচ সেখকে মৃত ঘোষণা করেন।
ওসি আকিব বলেন, নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।