নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, “মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ।”
Published : 19 Jun 2023, 03:37 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও তিন নির্বাচন কমিশনার।
সোমবার বেলা সাড়ে ১২টায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বঙ্গভবনে যান তারা। প্রায় ৪৫ মিনিট বঙ্গভবনে ছিলেন তারা।
সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব জাহাংগীর আলম।
আরেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে অবস্থান করছেন।
মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর তার সঙ্গে এটি নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, “মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ।”
এ কমিশনের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান ইসি গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ছয় শতাধিক নির্বাচন করেছে। জাতীয় নির্বাচনের আগে তারা পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন করবে।
আগামী নভেম্বর থেকে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এ বছরের নভেম্বর থেকে আগামী ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবে ইসি।