নারীকে হত্যার পর পরিচয় গোপন করার জন্য পেট্রোল দিয়ে পুড়িয়ে লাশ বিলের মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা বলে ধারণা পুলিশের।
Published : 19 May 2024, 01:24 AM
রাজবাড়ীর কালুখালী উপজেলার বিল থেকে অজ্ঞাত নারীর পোড়া দেহের কয়েকটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের মনপৃত্তের বিলের মধ্যে থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কালুখালী থানার উপপরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার।
তবে রাত ১১টা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
উপপরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার বলেন, সন্ধ্যায় খবর পেয়ে মনপৃত্তের বিলের মধ্য থেকে এক নারীর মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করা হয়। আনুমানিক ২০ থেকে ৩০ বছর বয়সী নারীর মরদেহটির মাথা ও শরীরের বিভিন্ন অংশ আলাদা ছিল।
প্রদীপ চন্দ্র সরকার বলেন, নারীকে হত্যার পর পরিচয় গোপন করার পেট্রোল দিয়ে পুড়িয়ে লাশ বিলের মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা বলে ধারণা পুলিশের। আগুনে পোড়ানোর কারণে তাকে চেনার উপায় নাই।
মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।