তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জােনাতে পারেনি ফায়ার সার্ভিস।
Published : 27 Jan 2024, 05:28 PM
নরসিংদী অঞ্চলের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, রোববার বেলা ১২টা ৪৯ মিনিটে ওই ভূমিকাম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ৯.১ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, গাজীপুরের টঙ্গী থেকে ২৪.৮ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে এবং ঢাকার পল্টন থেকে ৩৩.৩ কিলোমিটার উত্তর-পূর্বে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সুপারভাইজার মো. রবিউল হক বলেছিলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা তারা পেয়েছেন ৪.২। আর এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইল এলাকায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তারা পায়নি।
এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, যা ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকা থেকে অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)