একই ঘটনায় একদিন আগে মারা যায় তিন বছরের শিশু আয়ান।
Published : 13 Jun 2024, 11:45 PM
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।
ফুতু আক্তার নামে ওই নারীর শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি ভর্তি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে ফুতু আক্তার (১৮) মারা যান।
একই ঘটনায় বুধবার মারা যায় তিন বছরের শিশু আয়ান। ফুতু আক্তার সম্পর্কে তার খালা।
আয়ানের মা রকসি আক্তার (২০) এবং নানা আব্দুল মান্নানও (৬০) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। রকসির শরীরের ৫৫ শতাংশ এবং মান্নানের শরীরের ৫০ শতাংশ পুড়েছে। তারা কেউ শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বসুন্ধরার ওই ফ্ল্যাটে সোমবার সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণে তারা দগ্ধ হন। প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের মহেশখালীর রকসি আক্তারের ব্রেইন টিউমার হওয়ায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য তারা ঢাকায় এসেছিলেন। কিছু দিনের জন্য তারা বসুন্ধরার ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।