আর আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
Published : 22 Apr 2024, 08:06 PM
গৃহকর্মীর মৃত্যুর মামলায় গ্রেপ্তার ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের স্ত্রী তানিয়া খন্দকারকে জামিন দিয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয় একই আদালত থেকে।
সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়।
জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত রুল জারি করেছেন; আর তানিয়া খন্দকারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।“
গত ৬ ফেব্রুয়ারি এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এ দম্পতি বর্তমানে কারাগারে আছেন। এর আগে বিভিন্ন আদালতে তাদের জামিন নামঞ্জুর করা হয়।
এদিকে গত ১৭ এপ্রিল বিচারিক আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। আগামী ১৬ মে তা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।
ঢাকার মোহাম্মদপুরের শাজাহান রোডে গত ৬ ফেব্রুয়ারি সকালে বহুতল বাড়ির নিচতলা থেকে গৃহকর্মী প্রীতি উরাংকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসক জানিয়েছিলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ওই ভবনের আটতলায় সৈয়দ আশফাকুল হক ও তার পরিবার থাকেন।
এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ ওরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়েছে। ওই মামলায় আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় তাদের পুলিশ রিমান্ডেও নেওয়া হয়।
গত ২ এপ্রিল ডেইলি স্টার থেকে সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন:
সুষ্ঠু তদন্তের দাবি সৈয়দ আশফাকের মায়ের
গৃহকর্মীর মৃত্যু: আশফাক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তে সময় বাড়ল
প্রীতি উরাংয়ের মৃত্যু: ‘স্বাধীন, নিরপেক্ষ’ তদন্তের দাবিতে ১১৭ নাগরিকের বিবৃতি
গৃহকর্মীর মৃত্যু: নির্বাহী সম্পাদক আশফাককে বাদ দিল ডেইলি স্টার
প্রীতি উরাংয়ের মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে ‘সংশয়’
প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি
প্রীতি উরাং: মিরতিংগা থেকে যেভাবে মৃত্যুর কোলে
প্রীতি উরাংদের জন্য না হয় একটু মায়াকান্না হোক
সেই ফেরদৌসীকে নিয়ে এখন দিশেহারা পরিবার, প্রয়োজন ভালো চিকিৎসা