হামলাকারীদের ঠেকাতে পুলিশ ব্যর্থ ছিল, এখনও বলছেন হিরো আলম।
Published : 20 Jul 2023, 08:30 PM
ঢাকা-১৭ উপনির্বাচেন হামলার শিকার হয়ে নতুন করে আলোচনায় আসা আশরাফুল আলম (হিরো আলম) ঘুরে এলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়।
তার উপর হামলাকারীদের শনাক্ত করতে ডিবি কর্মকর্তারা ডেকেছিলেন বলে জানিয়েছেন হিরো আলম। এ বিষয়ে অবশ্য ডিবি কর্মকর্তারা কিছু বলেননি।
বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে রাজধানীতে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।
গত ১৭ জুলাই ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে তার উপর হামলা হয়। এজন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করেন তিনি।
হিরো আলমের উপর হামলার হামলাকারীদের শাস্তি চেয়ে ইউরোপের দেশগুলোর বিবৃতি এবং উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির টুইটের পর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের বৈঠকেও এই ঘটনা আলোচনায় আসে।
এর পরদিন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সুজন রহমান শুভ নামের একজন ব্যক্তিগত সহকারীকে নিয়ে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান হিরো আলম।
সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আজকে আমাকে ডিবিতে ডেকে আনা হয়েছে। ১৭ জুলাই আমার উপর যে হামলা হয়, যারা আমার উপর হামলা করেছিল। তাদের মধ্যে ১৬ জন আমাকে মেরেছে কি না, তাদের ছবি আমাকে দেখিয়েছে। পরে দেখি এরাই আমাকে মেরেছে।”
আরও চার থেকে পাঁচজন হামলায় ছিলেন দাবি করে হিরো আলম বলেন, “তাদেরকে আজ রাতের মধ্যে ধরার কথা বলেছে ডিবি।”
হিরো আলমের ওপর হামলা: ধরা পড়া নতুন দুজন ৩ দিনের রিমান্ডে
১৪ দলের বৈঠকে হিরো আলমকে নিয়ে আলোচনা
হিরো আলমের ওপর হামলা: বিচারিক তদন্তের ভাবনা ইসির
হিরো আলমের ওপর হামলার নিন্দায় ইইউ, ১২ দেশ
হামলার পরদিন অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী শুভ।
পুলিশ এই পর্যন্ত নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। তারমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে হেফাজতেও নিয়েছে পুলিশ।
পুলিশকে ধন্যবাদ জানিয়ে হিরো আলম বলেন, “ডিবিকে ও ডিবি প্রধান হারুন সাহেবকে ধন্যবাদ। এত তাড়াতাড়ি ধরতে পারবে, আমি ভাবতেই পারিনি। ভেবেছিলাম পুলিশ হয়ত তাদেরকে ধরবে না এবং এদের বিচার করবে না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হামলায় যদি আমার লোকই থাকে, তবে পুলিশ তো আমার লোকই ধরত। যাদের ধরে আনা হয়েছে তাদেরকে তো রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা যদি বলে ওরা আমার লোক, তাহলে আমি দাদা মাথা পেতে নেব।”
নিজের উপর হামলার জন্য এর আগে পুলিশকে দায়ী করেছিলেন হিরো আলম; কেননা পুলিশ তাকে কেন্দ্র থেকে বের দেওয়ার পরপরই হামলার শিকার হয়েছিলেন তিনি।
পুলিশ কি সেদিন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল- সেই প্রশ্নে বৃহস্পতিবার হিরো আলম বলেন, “আমার উপর যখন হামলা হয়, তখন পুলিশ তারা দায়িত্ব পালনে সত্যি ব্যর্থ হয়েছিল। পুলিশ ইচ্ছা করলে তাদের কর্তব্য পালন করতে পারত।
“প্রথমে একটা ছেলে আমাকে ঘুষি মারে। আমি কিন্তু দৌড়ে গিয়ে তাকে বলেছি, এই ঘুষি মারলি কেন? আমি পুলিশকে বলছি, এই লোকটি আমাকে ঘুসি মেরেছে। পুলিশ কিন্তু তাকে ধরেনি। উল্টো আমাকে ধরে রেখেছিল। পুলিশের উচিৎ ছিল, তাকে ধরা। তাহলে আর কেউ আমার উপরে হাত দিতে পারত না। সেদিন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কেন নীরবতা পালন করেছিল, সেটি আমি জানতে চেয়েছি ডিবি প্রধান হারুন সাহেবের কাছে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এরকম নির্বাচন হলে, আমার মনে হয় কোনো দল যেহেতু নির্বাচনে আসতেছে না, সাধারণ মানুষ হয়ত মনে করেছিল আমরা কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব, তারা আর কেউ নির্বাচনে আসবে না।”