ভোটকেন্দ্রের চৌহদ্দিতেই এই প্রার্থীর ওপর ধাওয়া শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
Published : 17 Jul 2023, 10:21 PM
নির্বাচন কমিশনের মতোই ঢাকা মহানগর পুলিশ দাবি করেছে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটেছে ভোটকেন্দ্রের বাইরে। আর তাতে ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।
ডিএমপি এক বার্তায় বলেছে, “হিরো আলমের ওপর হামলার ঘটনায় পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব, আন্তরিকতা ও দক্ষতার সাথে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।”
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এই উপ নির্বাচনের একজন ভোটার। সোমবার দুপুর সোয়া ২টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।
এক ঘণ্টা বাদে সেই কেন্দ্রে গিয়েই আক্রান্ত হন হিরো আলম। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন নৌকার ব্যাজধারী কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন, ‘এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না’। এরপর হিরো আলমকে ধাওয়া শুরু করেন।
তখন কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে ধরে স্কুলের গেইটের বাইরে দিয়ে আসেন। এরপর হিরো আলমকে সড়কে ফেলে বেধড়ক পেটানো হয়।
এর আগে গত ৪ জুলাই নির্বাচন ভবনে এই উপ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা হয়। সেই সভা শেষে ডিএমপি কমিশনার গোলাম ফারুক বলেছিলেন, “আমাদের নিরপেক্ষতা প্রমাণের জায়গা শতভাগ থাকবে।
“আমি একশ ভাগ গ্যারান্টি দিলাম। ১৭ জুলাইয়ের নির্বাচন দেখেন, আমাদের নিরপেক্ষতা প্রমাণ পান কি না। যদি না পান, তখন বলবেন, আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।”
সোমবার হিরো আলমের ওপর হামলার পর ফেইসবুকে ডিএমপি কমিশনারের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছেন অনেকে। হিরো আলমের মার খাওয়া ছবির পাশে খন্দকার গোলাম ফারুকের ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর মধ্যেই রাত পৌনে ৯টায় ডিএমপির বার্তায় বলা হয়, “ভোটগ্রহণের শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক অতর্কিতে প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায়। ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে এবং এতে কেন্দ্রের ভেতরে ভোট গ্রহণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।”
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা কেন্দ্রের ভেতর থেকে হিরো আলমকে ধাওয়া করলে পুলিশ হিরো আলমকে ঘিরে ধরে কেন্দ্রের বাইরে নিয়ে যায়। এরপর কেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর শুরু করে হামলাকারীরা।
ভোট শান্তিপূর্ণ, হিরো আলমের উপর হামলা কেন্দ্রের বাইরে: আলমগীর
ভোটকেন্দ্রে হিরো আলমের ওপর হামলা
ভোটে পুলিশের নিরপেক্ষতার ‘শতভাগ গ্যারান্টি’ দিলেন ডিএমপি কমিশনার