হামলাকারীদের শাস্তির কথা বলেছেন শেখ হাসিনা, জানিয়েছেন ১৪ দলের নেতারা।
Published : 20 Jul 2023, 01:12 AM
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে আলোচনায় উঠে এলেন হিরো আলম; তার উপর হামলাকারীদের শাস্তির নিশ্চয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বলে জোটের নেতারা জানিয়েছেন।
বুধবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের এই বৈঠক হয়। এদিনই হিরো আলমের উপর হামলাকারীদের শাস্তি চেয়ে ইউরোপের দেশগুলোর বিবৃতি এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি টুইট করে উদ্বেগ প্রকাশ করেন।
বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)।
গত সোমবার ভোটগ্রহণ শেষ হওার ঘণ্টাখানেক আগে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হিরো আলমের উপর হামলা হয়। তাকে ফেলে বেধড়ক পেটান হয়। এজন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনের আগে জোট বেঁধে ভোট করা এবং বিদেশিদের কোনো চাপে নত না হওয়ার আলোচনার সঙ্গে হিরো আলম প্রসঙ্গও উঠে ১৪ দলের বৈঠকে।
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেছেন, হিরো আলমকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শেখ হাসিনা।
ভোটকেন্দ্রে হিরো আলমের ওপর হামলা
হিরো আলমের ওপর হামলার ‘নেপথ্যের কারণ’ জানতে চায় সরকার
হিরো আলমের ওপর হামলার নিন্দায় ইইউ, ১২ দেশ
নিরাপত্তা খুঁজে পাচ্ছি না: হিরো আলম
গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারধর করার বিষয়টি নিয়ে কথা হয়।
“সবাই বলেছে, যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।”
হিরো আলমকে নিয়ে কী কথা হয়েছে- জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার বলেন, “হিরো আলমকে মারধর করার বিষয় নিয়ে কথা হয়েছে। সবাই বলেছে, নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে তো নয়ই, তাকে কেন মারধর করতে হবে?
“প্রধানমন্ত্রীও বলেছেন, নিজের দলের কেউ থাকলেও আইনের আওতায় আনবেন।”
বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিরো আলমকে কারা হিরো বানাচ্ছে, এটা দেখতে হবে। কারা আক্রমণ করেছে, সেটা নিয়ে কথা হয়েছে।
“আমরা বলেছি, এটা কোনোভাবেই ঠিক হয়নি। যারা মারধর করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দলের কেউ জড়িত থাকলেও শাস্তির আওতায় আনা হবে।”