হামলায় আহত চার পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 11 Apr 2025, 12:18 AM
মাদারীপুরের কালকিনিতে পুলিশকে পিটিয়ে ‘ইয়াবাসহ’ আটক দুই যুবককে হাতকড়া পড়া অবস্থায় ছিনিয়ে নিয়েছে একদল ব্যক্তি।
এসময় হামলায় চার পুলিশ আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সেনা সদস্য ও জেলা থেকে অতিরিক্ত পুলিশের যৌথ অভিযানে নামার তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে কালকিনির বড়ব্রিজ এলাকা থেকে পুলিশ আটক করে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের রাশেদুল খান (৩৫) এবং একই এলাকার আল আমিন সরদারকে (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে তাদের পাঁচ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাদের নিয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় একদল স্থানীয়।
এসময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী কাজী স্বপন ও আতিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে হাতকড়া পরা অবস্থায় আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।
তিনি বলেন, এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করবে পুলিশ।