ইসির অনুমোদনের পর এ বিষয়ে প্রস্তাব পাঠাবে ইসি, কমিটি গঠনের বাকি পদক্ষেপ সরকার নেবে।
Published : 20 Jul 2023, 04:52 PM
ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছে নির্বাচন কমিশন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নির্বাচন কমিশনের অনুমোদন পেলে এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। সেক্ষেত্রে একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি হতে পারে।
“স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি সংক্রান্ত ফাইল কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে সরকার। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে কমিশনের প্রস্তাব পাঠানো হবে।”
ইসির অনুমোদনের পর প্রস্তাব পাঠালে সরকার ওই কমিটি গঠনের পদক্ষেপ নেবে বলে জানান অশোক কুমার দেবনাথ।
ঢাকা-১৭ আসনে ভোটের দিন সোমবার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি দেখছিলেন হিরো আলম। ভোটগ্রহণের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি হামলার শিকার হন।
ক্ষমতাসীন দলের প্রার্থীর ব্যাজধারী লোকজন সেদিন রাস্তায় ফেলে হিরো আলমকে পেটায়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি আলোচনার জন্ম দেয়।
ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস মঙ্গলবার এক টুইটে বলেন, “ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় উদ্বিগ্ন। সহিংসতা ছাড়াই প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার মৌলিক মানবাধিকার অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।”
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও হিরো আলমকে মারধরের প্রসঙ্গ উঠে আসে। সোমবার ওই ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যে কোনো সহিংসতার ঘটনার পূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি।”
হামলার ওই ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানায় ঢাকায় ১২টি দেশের মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন।
বুধবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, “আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা ওই ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাই। আসন্ন নির্বাচনগুলো যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করতে হবে সবাইকে।”
সবশেষ বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে আলোচনায় উঠে আসে হিরো আলম প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে হামলাকারীদের শাস্তির নিশ্চয়তা দেন বলে জোটের নেতারা পরে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইতোমধ্যে বলেছেন, “যারা হামলা করেছেন, ভিডিও ফুটেজ দেখে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।”
এ ঘটনায় সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
বিচারিক তদন্তের জন্য ইসির প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা প্রাথমিক পর্যায়ের বিষয়। বিচারিক তদন্তের বিষয়ে কমিশনের এখনও সিদ্ধান্ত হয়নি।”
আগামীর জন্য সতর্ক থাকতে হবে: নির্বাচন কমিশনার মো. আলমগীর
ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় নানা সমালোচনা, বিবৃতির প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, দায়ীদের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
এ নির্বাচন কমিশনার বলেন, “আমরা কিছুটা ডিসপ্লিজড। ১২৪টা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। সবাই সহাযোগিতা করেছেন। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, টার্নআউট একটু কম ছল। কোনো অশান্তি হয়নি। সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একটি কেন্দ্রে একটা ঘটনা ঘটল। এই একটি কেন্দ্রে কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, সেজন্য আমরা ডিসপ্লিজড।”
আইন-শৃঙ্খলা ব্যবস্থা নেওয়ার পরও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসি ‘মোটেও সন্তুষ্ট’ নয় বলে মন্তব্য করেন আলমগীর।
তিনি বলেন, “সিইসি মহোদয় এ ঘটনা বিস্তারিতভাবে দেখে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে বলেছেন।”
এক্ষেত্রে কারো অবহেলা ছিল কি না, তদন্ত শেষেই তা জানা যাবে বলে মন্তব্য করেন এ নির্বাচন কমিশনার।
তিনি বলেন, “নির্বাচনের দায়িত্বে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য- সবাইকে আরও সতর্ক থাকতে হবে ভবিষ্যতে, যাতে এ ধরনের ঘটনা কোনোভাবেই আর না ঘটে।”
আরও পড়ুন:
হিরো আলমের ওপর হামলার নিন্দায় ইইউ, ১২ দেশ
হিরো আলমের ওপর হামলায় গ্রেপ্তার ৭
হিরো আলমের ওপর হামলার ‘নেপথ্যের কারণ’ জানতে চায় সরকার
হিরো আলমের ওপর হামলায় মামলা, হত্যাচেষ্টার অভিযোগ