শুনানিতে বিচারককে মোবাইল ফোনে হামলার ভিডিও দেখিয়েছেন তদন্ত কর্মকর্তা।
Published : 20 Jul 2023, 06:08 PM
ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে যে দুজন গ্রেপ্তার হয়েছে, তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক।
রিমান্ডে নেওয়া আসামি মানিক গাজী (২২) ও আল আমিনকে (২৫) বুধবার রাতে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই নূর উদ্দিন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই জালাল উদ্দীন জানান, আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিলের শুনানিতে দাবি করা হয়েছিল আসামিদের ধরা হয়েছে সন্দেহভাজন হিসেবে; তারা ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। এজাহারে তাদের নাম নাই। তখন বিচারককে মোবাইল ফোনে হামলার ভিডিও দেখান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
ভোটের দিন সোমবার বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি দেখছিলেন হিরো আলম। পরে ভোটগ্রহণের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন নৌকার ব্যাজধারী কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন, ‘এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না’। এরপর হিরো আলমকে ধাওয়া শুরু করেন।
তখন কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে ধরে স্কুলের গেইটের বাইরে দিয়ে আসেন। এরপর হিরো আলমকে সড়কে ফেলে বেধড়ক পেটানো হয়।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।
হামলার দিন ধরা পড়া সাতজনকে ওই মামলাতে গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে আছেন-বনানীর ছানোয়ার কাজী (২৮), মাহমুদুল হাসান মেহেদী (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪), পল্লবীর বিপ্লব হোসেন (৩১), তেজগাঁও শিল্প এলাকার মোজাহিদ খান (২৭) এবং খিলক্ষেতের সোহেল মোল্লা (২৫)।
এদের মধ্যে ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন তিনদিন করে পুলিশ রিমান্ডে রয়েছেন। অন্যদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। নতুন করে রিমান্ডে যাওয়া দুজনসহ এ মামলায় এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার হলেন।