নির্দেশনায় বলা হয়, “রোজার সময়ও পূর্বের মতো সেবা অব্যাহত রাখতে হবে, বিশেষ করে ইফতার এবং সেহেরির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
Published : 01 Mar 2025, 09:41 PM
রোববার থেকে শুরু হতে যাওয়া রোজায় ইফতার এবং সেহেরির সময়ও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের সেবা যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সংক্রান্ত বেশকিছু নির্দেশনার কথা জানান।
নির্দেশনায় বলা হয়, “রোজার সময়ও আগের মত সেবা অব্যাহত রাখতে হবে, বিশেষ করে ইফতার এবং সেহেরির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ইফতার এবং সেহেরির সময় বিমানবন্দরে কোনো সেবা বন্ধ রাখা যাবে না বলে জানানো হয় বিমানবন্দরের নির্দেশনায়।
পূর্ব নির্ধারিত ‘রোস্টার’ অনুযায়ী বিমানবন্দরের ইমিগ্রেশনের সব প্রবেশ পথ খোলা রাখা ও দায়িত্বরতদের উপস্থিতি নিশ্চিত এবং বিমানবন্দরের অভ্যন্তরে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয় সেখানে।
সেই সঙ্গে বিমানবন্দর ব্যবহারকারী সকল এয়ারলাইন্স যাতে ঠিকঠাক লাগেজ পায়, তা নিশ্চিতে সংশ্লিষ্টদের কাজ করতে বলা হয়েছে সেখানে।
সেজন্য বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণ, লাগেজ স্ক্রিনিং, হুইলচেয়ার সেবা, র্যাম্প কন্ট্রোল, গ্রিন চ্যানেলে তল্লাশিসহ যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস কর্তৃপক্ষকে যথাযথভাবে দায়িত্ব সম্পাদনের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।