স্বজনরা জানান, সোমবার বিকালে এক স্কুলছাত্রের ছুরিকাঘাতে আহত হন শরিফ।
ঢাকার উত্তরার আজমপুর রেলগেইটে ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আহমেদ সানি হানিফ (১৮) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আবুল বাশারের ছেলে। ঢাকার দক্ষিণখানে পূর্ব মোল্লার টেকে পরিবারসহ থাকতেন হানিফ।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সানু মং মারমা বলেন, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হানিফের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হানিফ নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল জানিয়ে তার বাবা আবুল বাশার হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে ফজরের নামাজ শেষে সে আজমপুর রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় সে দুর্ঘটনায় পড়ে।