ঢাকায় ‘বাথরুমে পড়ে গিয়ে’ ইরানি নাগরিকের মৃত্যু

পুলিশ বলছে, দুদিন আগে সাইদের বাবা- মা ইরানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 12:05 PM
Updated : 10 May 2023, 12:05 PM

ঢাকার বারিধারা ডিওএইচএসের একটি বাসায় ‘বাথরুমে পড়ে গিয়ে’ এক ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোলনারি সাইদ নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ‘ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি’র তালিকাভুক্ত বলে জানান ক্যান্টনমেন্ট থানার এসআই মো. গোলাম মোস্তফা।

সাইদ তার বন্ধু ইব্রাহিমের সঙ্গে বারিধারা ডিওএইচএস ৭ নম্বর রোডের ৪৩৬ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ইব্রাহিমও ইরানের নাগরিক।

ইব্রাহিমের বরাতে এসআই গোলাম মোস্তফা বলেন, দুই দিন আগে সাইদের বাবা- মা ইরানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

"মঙ্গলবার বিকাল ৫টার দিকে ব্রাশ করতে গিয়ে সাইদ বাথরুমে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে; পরে বুধবার ভোরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।