ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।
Published : 03 Mar 2013, 06:09 AM
একটি বিশেষ বিমানে করে রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা পৌঁছান ভারতীয় রাষ্ট্রপতি। ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
ভারতের রাষ্ট্রপতির উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় ঢোকার পরপরই বিমানবাহিনীর চারটি জঙ্গি বিমান একে ঘিরে ঢাকায় নিয়ে আসে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। দুটি শিশু ফুলের তোড়া তুলে দেন প্রণব মুখোপাধ্যায়ের হাতে।
এরপর তিন বাহিনীর একটি চৌকস দল ভারতীয় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।
সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও গওহর রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং তিন বাহিনীর প্রধান ও পুলিশ প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
ভারতীয় রাষ্ট্রপতি বিমান বন্দর থেকেই হেলিকপ্টারে করে সাভারে স্মৃতিসৌধে যান একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখোপাধ্যায় গত অগাস্টে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার এই প্রথম বিদেশ সফর করছেন।
আর এমন এক সময়ে তিনি ঢাকা পৌঁছালেন, যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বানচালে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী বিএনপির ডাকে টানা তিন দিনের হরতাল চলছে।
মুক্তিযুদ্ধের সময় সহায়তার হাত বাড়িয়ে দেয়া এই বিদেশি বন্ধুকে এই সফরে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেবে বাংলাদেশ।
সফরসঙ্গীদের মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ও রয়েছেন, নড়াইলে জন্ম নিয়ে এ দেশের আলোবাতাসে শেশব কেটেছে যার।
তিনদিনের এই সফরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন প্রণব মুখোপাধ্যায়। তার এই সফরে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ভারতের প্রতিশ্রুতির বাস্তবায়নে অগ্রগতি হবে বলেও ধারণা করা হচ্ছে।
শনিবার নয়া দিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই বলেন, “রাষ্ট্রপতি বাংলাদেশের নেতৃত্বের কাছে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি উন্নততর পর্যায়ে নিয়ে যেতে ভারত সরকারের প্রতিশ্রুতির বার্তা নিয়ে যাবেন।”
সোমবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতে তার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণ করবেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাকে দেয়া হবে সম্মানসূচক ডক্টরেট অব ল’ ডিগ্রি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, স্পিকার আব্দুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রণব মুখোপাধ্যায়।
প্রণব মুখোপাধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও তার যোগ দেয়ার কথা রয়েছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণব মুখোপাধ্যায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ভরত থেকে সরবরাহ করা ট্যাংক ওয়াগন ও লোকোমোটিভ দিয়ে তৈরি মালগাড়ির উদ্বোধন করবেন।
এছাড়া কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি এবং নিজের শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলে যাবেন প্রণব। মঙ্গলবার ঢাকা ছাড়ার আগে মির্জাপুরে কুমুদিনি কল্যাণ ট্রাস্টও পরিদর্শন করার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির সফরের আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দে, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই ঢাকা সফর করেন।