দেবিদ্বার উপজেলার ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এবং বুড়িচংয়ে ব্যাটারিচালিত রিকশা খাদে পড়ে চালক মারা যান।
Published : 18 Apr 2025, 05:12 PM
কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলার ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং সকাল ৯টায় বুড়িচংয়ে অতিরিক্ত মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত রিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ্ ও রিকশাচালক মো. আল আমিন (২৭)।
আব্দুল্লাহ্ দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকার আব্দুল আউয়াল ভুঁইয়ার ছেলে এবং মো. আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, শুক্রবার সকালে শাকতলার নিজ বাড়ি থেকে বুড়িচংয়ে খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হন আবদুল্লাহ।
পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় গঙ্গামন্ডল রাজ ইন্সটিটিউটের সামনে কুমিল্লামুখী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ প্রাণ হারান। আহত হন তার সঙ্গে থাকা এক আরোহী। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।
পারভেজ আলী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, শুক্রবার সকাল ৯টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় অতিরিক্ত মালামাল বোঝাই ব্যাটারিচালিত রিকশা খাদে পড়ে গেলে চালক আল আমিন নিহত হয়েছেন।
ওসি বলেন, আল আমিন রিকশা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনবোঝাই করে যাচ্ছিলেন। পথে বুড়িচং বাজার-সংলগ্ন নোয়াপাড়া এলাকায় একটি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়ে।
আজিজুল হক আরও বলেন, স্থানীয়রা জানিয়েছে মালামাল সরিয়ে চালককে উদ্ধার করতে বেশ সময় লাগে। পরে তাকে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।