১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
নীতিমালায় ‘যিনি চালক তিনি মালিক’ এ নীতিকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।
মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া।
“তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া পাইনি। এরপর মাথা থেকে কম্বল সরাতেই দেখি তার রক্তাক্ত দেহ।”
দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে মমতাজ আলী সামান্য আহত হয়েছেন।
“ব্যাটারিচালিত রিকশাকে রোধ করা না গেলে অচিরেই এরূপ একটি শহর হবে, যেখানে বাসা থেকে বের হলেই আর মুভমেন্টের সুযোগ থাকবে না।’’
বিধান রোববার সন্ধ্যায় তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে আর ঘরে ফেরেননি।
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা না চলার কথা থাকলেও থেমে নেই সেগুলো। কয়েকদিন বিক্ষোভের পর ঢাকার অলিগলিতে ব্যাটারি রিকশা চলাচলের অনুমতি দিলেও বারণ ছিল প্রধান সড়কে। কিন্তু প্রধান সড়কে কোনো বাধা ছাড়াই চলছে এসব অবৈধ যান।
“প্রধান যে সড়কগুলোতে বাস চলে, সেগুলোতে যেন ব্যাটারিচালিত রিকশা না চলে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে তাতে আমরা একমত হয়েছি।”