ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে।
Published : 30 Mar 2025, 10:21 AM
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম।
তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি নজরুল বলেন, কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে কালিয়াকৈরগামী একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়। এ সময় রিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
ওসি আরও বলেন, হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।